Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়র পরিষদের কার্যাবলী

 

 

 

২.২ ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ

 

 

 

ক) বাধ্যতামূলক কার্যাবলীঃ

 

 

 

—আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা।

—অপরাধ, বিশৃংখলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা।

—কৃষি, বৃক্ষ রোপন, মৎস্য এবং পশু পালন, স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ যোগাযোগ।

—পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো।

—স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা।

—জনগণের সম্পত্তি যথা-রাস্তা, ব্রীজ, কালভার্ট, বাধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষণ করা।

—স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান।

—জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুঃস্থদের নিবন্ধন করা।

—সবধরণের শুমারী পরিচালনা করা।

 

 

 

খ) ঐচ্ছিক কার্যাবলীঃ

 

 

 

—  বিপজ্জনক দালান ও সৌদ নিয়ন্ত্রণকরণ।

—কূয়া, পানি তোলার কল, জলাধার, পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য কাজের ব্যবস্থাকরণ ও সংরক্ষণ।

—খাবার পানির উৎস দূষিতকরণ রোধের জন্য ব্যবস্থা গ্রহণ।

—জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যবহার নিশ্চিতকরণ।

—খাবার পানির জন্য সংরক্ষিত কূপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে গোসল, কাপড় কাঁচা বা পশুর গোসল নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ।

—পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে শন, পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধকরণ।

—আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ।

—আবাসিক এলাকায় মাটি খনন করে পাথর বা অন্যান্য বস্ত্ত উত্তোলন নিষিদ্ধকরণ।

—আবাসিক এলাকার ইট, মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ।

—গৃহপালিত পশু বা অন্যান্য পশু বিক্রয়ের তালিকাভূক্তিকরণ।

—মেলা ও প্রদর্শনীর আয়োজন।

—জনসাধারণের উৎসব পালন।


 

 

 

 

—অগ্নি, বন্যা, শিলাবৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তৎপরতার ব্যবস্থাকরণ।

—বিধবা, এতিম, গরীব ও দুঃস্থ ব্যক্তিদের সাহায্যকরণ।

—খেলাধুলার উন্নতি সাধন।

—শিল্প ও সামাজিক উন্নয়ন, সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন সাধন ও উৎসাহ দান।

—বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহণ।

—পরিবেশ ব্যবস্থাপনার কাজ।

—গবাদি পশুর খোয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থাকরণ।

—প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাকরণ।

—গ্রন্থাগার ও পাঠাগারের ব্যবস্থাকরণ।

—ইউনিয়ন পরিষদের মত সদৃশ্য কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা।

—জেলা প্রশাসকের নির্দেশক্রমে শিক্ষার উন্নয়নে সাহায্যকরণ।

—ইউনিয়নের বাসিন্দা বা পরিদর্শনকারীদের নিরপত্তা, আরাম আয়েস বা সুযোগ-সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণ।